নিউইয়র্কে নিলামে ক্লদ মনে পেইন্টিং ৩৫ মিলিয়ন ডলারে বিক্রি

নিউইয়র্কে বুধবার সন্ধ্যায় নিলামে ফরাসি চিত্রশিল্পী ক্লদ মনের একটি পেন্টিং প্রায় ৩৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।
নিলাম প্রতিষ্ঠান সোথেবিস বলেছে,এতে নিউইয়র্কে বসন্তকালীন পেন্টিং নিলামে চড়া মূল্যে বিক্রির সম্ভাবনার সূচনা ঘটেছে।
সোথেবিস এবং প্রতিদ্ব›দ্ধী নিলাম ঘর ক্রিস্টি উভয়ই সোমবার তাদের বসন্তকালীন পেন্টিং নিলাম শুরু করেছে। যদিও বৈশ্বিক শিল্প বাজার গত বছর দুর্বল ছিল, ২০২৪-এ লন্ডন এবং প্যারিসে চড়া দাম তাদের জন্য আশাবাদের জন্ম দিয়েছে।
১৮৯৩ সালে ফরাসি ইমপ্রেশনিস্ট শিল্পী ক্লদ মনের আঁকা পেন্টিং ‘মিউলস এ জিভার্নি’ নিলামের দরকষাকষির লড়াইয়ে দাম উঠেছে ৩৪.৮ মিলিয়ন ডলার।
এদিকে, ব্রিটিশ-মেক্সিকান শিল্পী লিওনোরা ক্যারিংটন তার নিজের নিলামের রেকর্ড ভেঙেছেন। তার ‘লেস ডিস্ট্রাকশন ডি ডাগোবার্ট’ পেন্টিংটি ২৮.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।
সাথেবিস বলেছে, নতুন রেকর্ডটি ক্যারিংটনকে নিলামে শীর্ষ পাঁচ নারী শিল্পীর মধ্যে স্থান দিয়েছে এবং শীর্ষ চার পরাবাস্তববাদী শিল্পীর মধ্যে, ‘ম্যাক্স আর্নস্ট এবং সালভাদর ডালিকে ছাড়িয়ে গেছে।’
ইতোমধ্যে নিলাম ঘর ক্রিস্টি সমসাময়িক শিল্পে প্রায় ১১৫ মিলিয়ন ডলার বিক্রি করেছে, যার মধ্যে একটি জিন-মিশেল বাস্কিয়েরেট পেইন্টিং ৩২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *